ক্যান্সারও এখন আর দূরারোগ্য নয়। মাত্র এক সপ্তাহের মধ্যে প্যানক্রিয়াটিক ক্যান্সার সারিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন লন্ডনের এক দল চিকিৎসক ও গবেষক। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গবেষণারত চিকিৎসকরা ঘোষনা করলেন নতুন এক ওষুধ তারা তৈরি করতে চলেছেন যার দ্বারা ৬ দিনেরও কম সময়ে সারিয়ে ফেলা যাবে অগ্নাশয়ের ক্যান্সার। অন্যধরনের টিউমারের চিকিৎসায় ব্যবহার করা যাবে এই ওষুধ। চলতি বছরের শেষদিকেই এই ওষুধ পাওয়া যাবে বলে জানা গিয়েছে একটি মেডিকেল ওয়েবসাইট থেকে। চিকিৎসকরা মনে করছেন ক্যান্সার দেরিতে ধরা...

